সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
নাগরিক সনদ/সিটিজেন চার্টার
ক্রঃ নং |
প্রদেয় সেবার বিবরণ |
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র/নির্ধারিত প্রক্রিয়া |
সেবার নির্ধারিত মূল্য |
নির্ধারিত সময়সীমা |
|||||||||||||
১ |
নামজারী, জমাভাগ ও জমাএকত্রিকরণ (মিউটেশন) |
আবেদনের সঙ্গে (১) ২০/- টাকা মূল্যের কোর্টফি, (২) সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান, (৩) ক্রয়সূত্রে মালিক হলে মূল দলিলের সার্টিফিয়েট কপি/ফটোকপি, (৪) বন্টননামা/বাটোয়ারা দলিল (প্রযোজ্য ÿÿত্রে), (৫) ভায়া/পিট দলিলের ফটোকপি, (৬) আদালতের রায়/ডিক্রীর মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফায়েট কপি/ফটোকপি, (৭) চলতি বঙ্গাব্দের ধার্যকৃত ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ, (৮) অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল ওয়ারিশ সনদ, (৯) আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, (১০) জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জনম সনদ এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
|
নামজারী, জমাভাগ ও জমাএকত্রিকরণ ফি
|
২৮ কার্যদিবস |
|||||||||||||
২ |
নামজারী রিভিউ (মিসকেস) |
নামজারী আদেশ প্রদানের ৩০ দিনের মধ্যে নির্ধারিত কোর্টফি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ রিভিউ এর জন্য আবেদন করতে হবে। উলেস্নখ্য যে, রিভিউ আদেশের বিরম্নদ্ধে আপিল করা যাবে না। |
২০/- টাকা মূল্যের কোর্টফি |
স্বল্পতম সময়ে |
|||||||||||||
৩ |
কৃষি খাসজমি বন্দোবসত্ম |
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকতব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সংশিস্নষ্ট উপজেলা কমিটির সুপারিশের আলোকে জেলা কমিটি বন্দোবসত্ম অনুমোদন করে থাকে। |
- |
- |
|||||||||||||
৪ |
চান্দিনা ভিটির একসনা লাইন্সেস প্রদান/নবায়ন
|
২০/- টাকা মূল্যের কোর্টফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
প্রতি বর্গমিটার ১৩/- টাকা হারে (প্রতি সনের জন্য) |
স্বল্পতম সময়ে |
|||||||||||||
৫ |
আশ্রয়ণ/আবাসন/আদর্শগ্রাম/ গুচছগ্রাম প্রকল্পে ভূমিহীন পুনবার্সন |
বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকতব সনদ ও বিজ্ঞপ্তির নির্দেশমতে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। |
- |
- |
|||||||||||||
৬ |
অর্পিত সম্পত্তি লিজ প্রদান/নবায়ন |
যথাসময়ে ২০/- টাকা মূল্যের কোর্টফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
লিজ/নবায়ন হার (একর প্রতি)
|
লিজ/নিবায়ন হার (প্রতি বর্গফুট) |
১৫ দিন হতে ০১ মাস |
||||||||||||
কৃষি জমি ৫০০/- অকৃষি ভিটি জমি ২,০০০/- শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমি ৩,০০০/- টাকা |
আবাসিক কাঁচা ঘর ১/- আবাসিক আধাপাকা ঘর ১.৫০ আবাসিক দালান ২/- বাণিজ্যিক ঘর/দালান ৪/- টাকা |
||||||||||||||||
৭ |
রেন্ট সার্টিফিকেট মামলার কার্যক্রম |
নোটিশে দাবীকৃত সুদসহ বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে রেন্ট সার্টিফিকেট মামলা হতে অব্যাহতি পাওয়া যাবে। |
ভূমি উন্নয়ন করের বর্তমান হার (বাৎসরিক)
|
আইনে নির্ধারিত সময়ে |
|||||||||||||
৮ |
মিউটেশন ও মিস কেসের জাবেদা নকল প্রদান |
নির্ধারিত কোর্ট ফি এবং ডেমি/ফলিওসহ আবেদন করতে হবে। |
সরকার কর্তৃক নির্ধারিত ফি |
স্বল্পতম সময়ে |
|||||||||||||
তথ্য ও পরামর্শ |
ভূমি ব্যবস্থাপনা সংক্রামত্ম অভিযোগ দাখিল করতে এবং ভূমি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে সহকারী কমিশনার (ভূমি) এর সাথে সরাসরি স্বাÿাত করে অথবা ফোনে কথা বলে সেবা নেয়া যাবে। |
- |
তাৎÿণিক |
প্রত্যাশিত সেবা নিশ্চিতকারী কর্মকর্তা : সহকারী কমিশনার (ভূমি), হরিরামপুর, মানিকগঞ্জ।
ওয়েবএড্রেস : acl.harirampur.manikganj.gov.bd ই-মেইল : aclharirampur1985@gmail.com ফোন : ০২-৭৭২৮০৩৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস