Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ

নাগরিক সনদ/সিটিজেন চার্টার

 

 

ক্রঃ নং

প্রদেয় সেবার বিবরণ

আবেদনের  জন্য প্রয়োজনীয় কাগজপত্র/নির্ধারিত প্রক্রিয়া

সেবার নির্ধারিত মূল্য

নির্ধারিত সময়সীমা

নামজারী, জমাভাগ ও

জমাএকত্রিকরণ (মিউটেশন)

আবেদনের সঙ্গে (১) ২০/- টাকা মূল্যের কোর্টফি, (২) সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান, (৩) ক্রয়সূত্রে মালিক হলে মূল দলিলের সার্টিফিয়েট

কপি/ফটোকপি, (৪) বন্টননামা/বাটোয়ারা দলিল (প্রযোজ্য ÿÿত্রে), (৫) ভায়া/পিট দলিলের ফটোকপি, (৬) আদালতের রায়/ডিক্রীর মাধ্যমে

জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফায়েট কপি/ফটোকপি, (৭) চলতি বঙ্গাব্দের ধার্যকৃত ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ, (৮)

অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল ওয়ারিশ সনদ, (৯) আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, (১০) জাতীয়

পরিচয়পত্র/পাসপোর্ট/জনম সনদ এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

 

 

 

 

 

নামজারী, জমাভাগ ও জমাএকত্রিকরণ ফি

আবেদনের সাথে কোর্ট ফি

২০/- টাকা

রেকর্ড সংশোধন বা হালকরণ ফি

১০০০/- টাকা

প্রতিকপি মিউটেশন খতিয়ান ফি

১০০/- টাকা

নোটিশ জারি ফি

৫০/- টাকা

 

 

 

২৮ কার্যদিবস

নামজারী রিভিউ (মিসকেস)

নামজারী আদেশ প্রদানের ৩০ দিনের মধ্যে নির্ধারিত কোর্টফি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ রিভিউ এর জন্য আবেদন করতে হবে। উলেস্নখ্য যে, রিভিউ আদেশের বিরম্নদ্ধে আপিল করা যাবে না।

 

২০/- টাকা মূল্যের কোর্টফি

 

স্বল্পতম সময়ে

কৃষি খাসজমি বন্দোবসত্ম

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকতব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

জমা দিতে হবে। সংশিস্নষ্ট উপজেলা কমিটির সুপারিশের আলোকে জেলা কমিটি বন্দোবসত্ম অনুমোদন করে থাকে।

-

-

চান্দিনা ভিটির একসনা লাইন্সেস

প্রদান/নবায়ন

 

২০/- টাকা মূল্যের কোর্টফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রতি বর্গমিটার ১৩/- টাকা হারে (প্রতি সনের জন্য)

স্বল্পতম সময়ে

আশ্রয়ণ/আবাসন/আদর্শগ্রাম/

গুচছগ্রাম প্রকল্পে ভূমিহীন পুনবার্সন

বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ভূমিহীন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকতব সনদ ও বিজ্ঞপ্তির

নির্দেশমতে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

-

-

অর্পিত সম্পত্তি লিজ প্রদান/নবায়ন

যথাসময়ে ২০/- টাকা মূল্যের কোর্টফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

লিজ/নবায়ন হার (একর প্রতি)

 

লিজ/নিবায়ন হার (প্রতি বর্গফুট)

 

১৫ দিন হতে

০১ মাস

কৃষি জমি ৫০০/-

অকৃষি ভিটি জমি ২,০০০/-

শিল্প ও বাণিজ্যিক কাজে

ব্যবহৃত জমি ৩,০০০/- টাকা

আবাসিক কাঁচা ঘর ১/-

আবাসিক আধাপাকা ঘর ১.৫০

আবাসিক দালান ২/-

বাণিজ্যিক ঘর/দালান ৪/- টাকা

রেন্ট সার্টিফিকেট মামলার কার্যক্রম

নোটিশে দাবীকৃত সুদসহ বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে রেন্ট সার্টিফিকেট মামলা হতে অব্যাহতি পাওয়া যাবে।

ভূমি উন্নয়ন করের বর্তমান হার (বাৎসরিক)

কৃষি জমি (শতাংশ প্রতি)

অকৃষি জমি (শতাংশ প্রতি)

৮.২৫ একর পর্যমত্ম ০.০০ টাকা

৮.২৫ একরের উর্ধ্বে

শতাংশ প্রতি ২.০০ টাকা

 

 

 

শিল্প কাজে ৪০/-

বাণিজ্যিক কাজে ৩০/-

আবাসিক/অন্যান্য কাজে ১০/-

 

আইনে নির্ধারিত

সময়ে

মিউটেশন ও মিস কেসের জাবেদা

নকল প্রদান

নির্ধারিত কোর্ট ফি এবং ডেমি/ফলিওসহ আবেদন করতে হবে।

 

সরকার কর্তৃক নির্ধারিত ফি

 

স্বল্পতম সময়ে

তথ্য ও পরামর্শ

ভূমি ব্যবস্থাপনা সংক্রামত্ম অভিযোগ দাখিল করতে এবং ভূমি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে সহকারী কমিশনার (ভূমি) এর সাথে

সরাসরি স্বাÿাত করে অথবা ফোনে কথা বলে সেবা নেয়া যাবে।

-

তাৎÿণিক

 

প্রত্যাশিত সেবা নিশ্চিতকারী কর্মকর্তা : সহকারী কমিশনার (ভূমি), হরিরামপুর, মানিকগঞ্জ।

ওয়েবএড্রেস : acl.harirampur.manikganj.gov.bd ই-মেইল : aclharirampur1985@gmail.com ফোন : ০২-৭৭২৮০৩৬